সোনালী-জনতা ব্যাংকে আইটি অফিসার পদে নিয়োগ পেলেন ৩৪ জন

0 1,435

সোনালী-জনতা ব্যাংকে আইটি অফিসার হিসেবে নিয়োগ পেলেন ৩৪ জন। এর মধ্যে ২৭ জন সোনালী ব্যাংকে ও ৭ জন জনতা ব্যাংকে নিয়োগ পেয়েছেন। আজ ০৬/০৯/২০২১ইং তারিখ রোজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি, ফলাফল এবং একাডেমি পরীক্ষার নোটিশ আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে থাকি। নিম্নে বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

সোনালী-জনতা ব্যাংকে আইটি অফিসার

সোনালী ও জনতা ব্যাংক লিমিটেডে আইটি অফিসার (২০১৮ সাল ভিত্তিক) হিসেবে ১৫৭টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।

- Advertisement -

উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে নিয়োগসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে দ্বিতীয় পর্যায়ে ৩৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

Post Related Things: dmlc junior teacher job circular 2021, dmlc job circular, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ ২০২১, MOHFW Job Circular 2021, BPDB Job Circular 2021, Railway Job Circular 2021, job circular 2021 bangla, job circular 2021 in dhaka, job circular in sylhet, job circular 2021 chittagong, bdjobs bangladesh, bdjobs garments, job circular, chakrir khobor, bdjobs circular 2021, gov jobs near me, bank job openings, chakrir khobor potrika, chakrir khobor 2021, chakrir khobor 2021 today bangladesh, ক্যাশ সরকার পদের কাজ কি, সোনালী ব্যাংক অফিস সহায়ক পদে নিয়োগ, ব্র্যাক ব্যাংক সম্পর্ক অফিসার বেতন, এইচএসসি পাসে চাকরি ২০২১, অগ্রণী ব্যাংকের সুযোগ সুবিধা, বিজিবি বেতন স্কেল ২০২১, ব্র্যাক ব্যাংক লিঃ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির জন্য যোগাযোগ

Loading...