Uncategorized

জাফলং ভ্রমণ গাইড 2024

সিলেটের জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সর্ব প্রথম পছন্দের স্থান জাফলং সবার প্রিয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষা প্রকৃতির সৌন্দেয্যে সাজিয়ে রয়েছে জাফলং। এখানে পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা পাথরের উপর দিয়ে বয়ে চলেছে, রয়েছে ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু নিচু পাহাড়ে সাদা মেঘের সাথে খেলা জাফলংকে করেছে আরও সৌন্দেয্যের অধিকারী। একেক ঋতুতে জাফলং একেক রুপের বহিপ্রকাশ ঘটে এখানে, যা পর্যটকপ্রেমীদের ভ্রমণের জন্য গ্রুরুত্বপুর্ন ভূমিকা রাখে। যে একবার আসে তাকে বারবার যেতে ইচ্ছে করে এখানে।

অনেকেই আমরা সিলেটের নাম শুনলেই মনের অজান্তে উঠে আসে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহ পরানের (রঃ) মাজার।কিন্তু বর্তমানে ভ্রমণ প্রেমিকদের কাছে সিলেট নামটি শুধু মাজারে সীমাবদ্ধ না বরং জাফলং, বিছনাকান্দি, পান্থুমাই, উতমাছড়া, মাধবকুণ্ড ঝর্ণা, পরিকুন্ড ঝর্ণা, লোভাছড়া, লক্ষনছড়া, ভোলাগঞ্জ, লালাখাল আর রাতারগুলের অপরূপ সৌন্দর্যের পটভূমি। এগুলো সবই জাফলংয়ের জিরো পয়েন্টের কাছাকাছি অবস্থিত।

জাফলং যাওয়ার উপায়

জাফলং যেতে গেলে আপনাকে আসতে হবে সেই চিরচেনা বিখ্যাত চায়ের দেশ সিলেটে।এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে নানান পথে আসা যায় সিলেটে।যেমন ঢাকা হতে বিশেষ করে বাস, ট্রেন ও বিমানে সিলেট আসা যায়। জাফলং-এর কাছাকাছি যেসব দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম লালাখাল, তামাবিল, জৈন্তাপুর, সংগ্রামপুঞ্জি ঝর্ণা / মায়াবী ঝর্ণা, সংগ্রামপুঞ্জি চা বাগান, ডিবির হাওর ও শাপলা বিল। এবার জেনে নেওয়া যাক বিস্তারিত।

ঢাকা থেকে সিলেট

রাজধানী ঢাকার গাবতলী, ফকিরাপুল, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে আসে৷ এদের মধ্যে বিশেষ করে গ্রীন লাইন, ইউনিক, এস আলম, সৌদিয়া, লন্ডন এক্সপ্রেস, শ্যামলি ও এনা বাস অন্যতম। এসি বাসের জনপ্রতি ভাড়া ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৬৭০ টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪০ কিলোমিটার এবং বাসে সিলেট পৌঁছাতে সময় লাগে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা।

ট্রেনে ঢাকা থেকে সিলেট

রাজধানী ঢাকা থেকে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে জয়ন্তিকা, পারাবত, উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেন চলাচল করে। আসন ভেদে ট্রেনের টিকেটের মূল্য ৩৪০ থেকে ৯০০ টাকা। ট্রেনে সিলেট যেতে সময় লাগে প্রায় ৭-৮ ঘন্টা।

বিমানে ঢাকা থেকে সিলেট

ঢাকা থেকে দ্রুত সময়ে সিলেট যেতে আকাশ পথকে বেছে নিতে পারেন। উত্তরার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএসবাংলা এয়ারের বিভিন্ন ফ্ল্যাইটে ঢাকা টু সিলেট যেতে আসন অনুযায়ী টিকেট মূল্য প্রায় ৩,৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

সিলেট থেকে জাফলং

সিলেট থেকে জাফলং-এর সাধারণ দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হয়ে থাকে। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে ২ ঘন্টা। এখানে জাফলং যেতে পারবেন বাস, সিএনজি, লেগুনা ও মাইক্রোবাসের মাধ্যমে। কদমতলী থেকে জাফলংগামী বাস ছাড়ে। লোকাল বাস ভাড়া আসনপ্রতি ৭০ টাকা এবং সিটিং সার্ভিস বিরতীহীন বাস ভাড়া আসনপ্রতি ১০০ টাকা। আপনার শহরের সোবহানীঘাট থেকেও বাসে উঠতে পারবেন। বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিসগুলোও সবসময় পাওয়া যায়।

মাইক্রোতে সিলেট থেকে জাফলং

সিলেট শহরের বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে রিজার্ভ গাড়িতে যেতে পারবেন। এখানে মাইক্রোবাস, সিএনজি ও লেগুনা সবসময় পাওয়া যায়।এখানে গাড়ি রিজার্ভ নিতে সিএনজিতে সর্বোচ্চ ৫ জন, লেগুনাতে ১০ জন এবং মাইক্রোবাস ভাড়া করে যেতে পারবেন।

জাফলং যাওয়া-আসাসহ সারাদিনের জন্যে সিএনজি ভাড়া লাগবে ১২০০ থেকে ১৫০০ টাকা, লেগুনা ২০০০-২৫০০ টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে ৩০০০ থেকে ৫০০০ টাকা। কয়েকজন একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে নেওয়া ভাল হবে। গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে যেতে চান তা জানিয়ে দরদাম করে নিন। সন্ধ্যার পর যাতায়াত করা নিরাপদ নয়।

পিকনিক কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসলে বাস বা প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং পর্যন্ত যেতে পারবেন। এতে কম সময়ের মধ্যে যাতায়াত ও বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন।বর্তমানে সিলেট থেকে জাফলং যাওয়ার রোড বেশ ভালো। মামার বাজার না গিয়ে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প পাশ দিয়ে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা বেশ জনপ্রিয়।

জাফলং কোথায় থাকবেন

জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রিযাপনের জন্য সাধারণত সিলেট শহরেই ফিরে আসেন। তাছাড়া সিলেট থাকলে অন্যান্য ভ্রমণস্থানে যাওয়া সুবিধাজনক। সিলেটের হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশে অবস্থিত। এখানে দরগা গেট হতে আম্বরখানা, লামাবাজার, তালতলা, কদমতলী পর্যন্ত ভালমানের আবাসিক হোটেল রয়েছে। এখানে কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৬০০-১০০০ টাকা মানের বিভিন্ন থাকার হোটেল পাবেন।

সেলেটে আবাসিক হোটেলের মধ্যে রয়েছে – হোটেল হলি গেইট, লা ভিস্তা হোটেল, হলি ইন, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি জনপ্রিয়। এসব হোটেলে আপনাকে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।
লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে এখানে জনপ্রিয় কিছু হোটেল নিরভানা ইন, রোজ ভিউ হোটেল, হোটেল নূরজাহান গ্র্যান্ড, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেসসহ আরও কিছু হোটেল রয়েছে।এখানে প্রতি রাতের খরচ হবে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত প্রায়।

জাফলং যদি থাকতে চান তাহলে মামার বাজার এলাকায় যেসব হোটেল রয়েছে তার মধ্যে জাফলং ইন হোটেল, জাফলং গ্রিন হোটেল, জাফলং ইন, লামিন গ্রেস্ট হাউজ, বেটেইন রিসোট, কা বাড়ি ওয়ার রিসোট, ভিউ পয়েন্ট রিসোট ও হোটেল প্যারিসসহ আরো কিছু রেস্ট হাউজ আছে। এছাড়া জাফলংয়ের কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন। আর সরকারী রেস্ট হাউজে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হয়।

জাফলং কোথায় খাবেন

সিলেটের জাফলংয়ে অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে রয়েছে- সীমান্ত ভিউ রেস্টুরেন্ট, জাফলং ভিউ রেস্টুরেন্ট ও জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।
সিলেট শহরে খেতে চাইলে জিন্দাবাজার এলাকায় অবস্থিত পানসী, পাঁচ ভাই ও পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দমত দেশি খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টগুলো বিশেষ করে অনেক রকম ভর্তা, খিচুড়ি এবং মাংসের পদের জন্য সবার কাছে সমাদৃত। এখানে সকালের নাস্তা করতে পারবেন জনপ্রতি ৫০-১০০ টাকায় এবং দুপুর বা রাতের খাবার খেতে খরচ হবে ১৫০-৩০০ টাকা।

জাফলং কিছু ভ্রমণ টিপস

  • গ্রুপ করে গেলে অনেক খরচ কম হবে।
  • কিছু কিনতে বা খেতে চাইলে আগে দরদাম করে নিন।
  • যেহেতু জাফলং ভারতের সীমান্তবর্তী এলাকা, তাই সীমান্ত এলাকার নির্দেশনা মেনে চলুন।
  • গাড়ি ঠিক করার পূর্বে দরদাম করুন।
  • পানিতে নামার সময় সতর্ক থাকুন, পাথর উত্তোলনের ফলে অনেক যায়গা বেশ গভীর।
  • জাফলংয়ের স্থানীয়দের সাথে সুন্দর ব্যবহার করুন।
  • এমন কিছু করা থেকে বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্যে ক্ষতিকর।
admin

Share
Published by
admin

Recent Posts

Assistant Teacher Job Circular 2023 । প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাইমারী শিক্ষা বোর্ড হতে স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষে…

2 years ago

সাপ্তাহিক চাকরির সংবাদ ১৬ জুন ২০২৩ । weekly job news

weekly job newspaper 16 June 2023 has been circulated to jobless people. It’s the most…

2 years ago

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৫ অক্টোবর | Jobbari

আপনাদের সুবিধার্থে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা প্রকাশ করা হচ্ছে আমাদের jobbari.com ওয়েবসােইটে। প্রতিনিয়ত সরকারি-বেসরকারি,…

2 years ago

Prothom alo weekly job newspaper 17 February 2023

Prothom alo weekly job newspaper 17 February has been circulated to jobless people. It’s the most…

2 years ago

BRTC Job Circular 2022 | বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ

BRTC Job Circular 2022: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন শূন্য পদসমূহে পুরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি…

2 years ago

National Museum Job Circular 2022 | জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি

National Museum Job Circular 2022: জাতীয় জাদুঘর শূন্য পদসমূহে পুরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত…

2 years ago

This website uses cookies.