Bangladesh Navy Circular :
বাংলাদেশ নৌবাহিনী শূন্য পদসমূহে পূরণের লক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে। উল্লেখিত বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয়কেই উক্ত পদে আবেদন করতে পারবেন। উক্ত চাকরিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা উল্লেখ করা হয়েছে । আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ প্রকাশ করে থাকি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ
নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বাহিনীটি বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ০৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, এই বাহিনীতে বর্তমানে প্রায় ২৫ হাজার ৮১ জন সৈনিক কর্মরত রয়েছেন। এছাড়াও ০৩ হাজার ০৮ শত জন সিভিল বা বেসামরিক ব্যাক্তি কর্মরত রয়েছেন। গত ১৮ আগস্ট 2021 তারিখে এই বাহিনীতে পুরুষ নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এসএসসি (SSC) পাশ করলেই আবেদন করতে পারবেন আপনিও।
বাহিনী: বাংলাদেশ নৌবাহিনী পদ: নাবিক ও এমওডিসি শূন্যপদ সংখ্যা: অনির্দিষ্ট আবেদন মাধ্যমে: অনলাইন আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২১ হেল্পলাইন: 01707609017 ই-মেইল: joinnavy@unlocklive.com অফিসিয়াল ওয়েবসাইট: joinnavy.navy.mil.bd |
শিক্ষাগত যোগ্যতা |
ডিই/ইউসি (কমিউনিকেশন ও টেকনিক্যাল, সিম্যান) (পুরুষ) : ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। মেডিকেল (পুরুষ ও মহিলা) : জীব বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে। কুক, পেট্রোলম্যান, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) (পুরুষ) : পেট্রোলম্যান, এমওডিসি, রাইটার ও স্টোর -এর ক্ষেত্রে যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে। রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা) : কুক ও স্টুয়ার্ড -এর ক্ষেত্রে ২.৫০। টোপাস (পুরুষ) : অষ্টম (৮ম) শ্রেনি পাস। |
শাখা | উচ্চতা |
সিম্যান (পুরুষ) | ৫ ফুট ৬ ইঞ্চি |
পেট্রোলম্যান (পুরুষ) | ৫ ফুট ৮ ইঞ্চি |
অন্যান্য শাখা | পুরুষ – ৫ ফুট ৪ ইঞ্চি মহিলা – ৫ ফুট ২ ইঞ্চি |
এমওডিসি (নৌ) (পুরুষ) | ৫ ফুট ৬ ইঞ্চি |
পুরুষ | ৩০ থেকে ৩২ ইঞ্চি সম্প্রসারণ ২ ইঞ্চি |
মহিলা | ২৮ – ৩০ ইঞ্চি সম্প্রসারণ ২ ইঞ্চি |
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হিসেব করা হবে।
চোখের দৃষ্টি: ৬/৬
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে।
১) প্রথম ভিজিটি করুন – joinnavy.navy.mil.bd.
২) “SAILOR” -এর নিচের “Apply Now” বাটনে প্রেস করুন।
৩) এবার নিচের মত একটি ফরম পাবেন। পূরণ করে “Submit” বাটনে প্রেস করুন। তারপর পরবর্তী নির্দেশনা মোতাবেক আবেদনের বাকি কাজ সম্পন্ন করুন।
উল্লেখ্য, আবেদন কালে প্রার্থীকে ২০০/- টাকা আবেদন ফি বাবদ জমা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হবে না।
আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে।
নাবিক হিসেবে ভর্তি নেওয়া হবে মোট ০৪টি ধাপ সফল ভাবে অতিক্রম করতে পারলে।
ধাপ ০৪টি হলোঃ
প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি নিয়ে নিজ জেলার নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: এসএসসি পাশের মূল সনদনপত্র। শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র। মূল মার্কশিট। মূল এডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন কার্ড। ৮ম শ্রেনি পাস প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল হতে প্রাপ্ত সনদপত্র এবং মার্কশিট হলেই হবে। উল্লেখ্য, এসএসসি পাশকৃত প্রার্থীগণ কোন কারণে মূল কিছু জমা দিতে না পারলে সত্যায়িত ফটোকপি জমা দিলেও চলবে। তবে সত্যায়িত করতে হবে অবশ্যই প্রথম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি: পৌরসভার মেয়ের বা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে প্রাপ্ত চরিত্রিক ও জাতীয়তার সনদপ্রাপ্ত। জাতীয়র পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন -এর সত্যায়িত ফটোকপি। বাবার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। অভিভাবকের সম্মতিপত্র। পাসপোর্ট সাইজের প্রার্থীর ১৫ কপি, পিতার ০১ কপি ও মাতার ০১ কপি সত্যায়িত রঙিন ছবি। |
আমরা আপনাকে Bangladesh Navy Circular বিজ্ঞপ্তিটি জানাতে পেরে খুব খুশি যে, আজ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের https://jobbari.com/ ওয়েবসাইট থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। আপনি নিজে আগ্রহী প্রার্থী হলে যথাসম্ভব দেরি না করে সময় হাতে রেখে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন । নিম্নে আপনাকে বিস্তারিত দেখানো হলোঃ
Post Related Things: Bangladesh Navy Circular, সাপ্তাহিক চাকরির পত্রিকা, bd job today , new job circular 2021, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা,
চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, all govt job, all govt job 2021, bdjobs, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর, প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সকল চাকরির সার্কুলার।।
সিলেটের জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সর্ব প্রথম পছন্দের স্থান…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাইমারী শিক্ষা বোর্ড হতে স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষে…
weekly job newspaper 16 June 2023 has been circulated to jobless people. It’s the most…
আপনাদের সুবিধার্থে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা প্রকাশ করা হচ্ছে আমাদের jobbari.com ওয়েবসােইটে। প্রতিনিয়ত সরকারি-বেসরকারি,…
Prothom alo weekly job newspaper 17 February has been circulated to jobless people. It’s the most…
BRTC Job Circular 2022: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন শূন্য পদসমূহে পুরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি…
This website uses cookies.