Bangladesh Railway Job Circular 2021। jobbari.com

0 352

Bangladesh Railway Job Circular:
বাংলাদেশ রেলওয়ে অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ১টি পদে মোট  ৫৬০ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই উক্ত পদে আবেদন করতে পারবেন। উক্ত চাকরিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ প্রকাশ করে থাকি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে Bangladesh Railway Job Circular বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

Bangladesh Railway Job Circular 2021

পদের নাম: সহকারী ষ্টেশন মাষ্টার
পদ সংখ্যা: ৫৬০ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর সময়: ০৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

How to Apply:

বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ২২ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

- Advertisement -

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2021

আমরা আপনাকে বিজ্ঞপ্তিটি জানাতে পেরে খুব খুশি যে, সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের https://jobbari.com/ ওয়েবসাইট থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। আপনি নিজে আগ্রহী প্রার্থী হলে যথাসম্ভব দেরি না করে সময় হাতে রেখে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন । নিম্নে আপনাকে বিস্তারিত দেখানো হলোঃ

Bangladesh Railway Job Circular
Bangladesh Railway Job Circular

বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম

বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে, ১৮৬২ সালে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর যশোরের দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।

Post Related Things: “railway job circular” Railway Job Circular 2021, job circular 2021 bangla, job circular 2021 in dhaka, job circular in sylhet, job circular 2021 chittagong, bdjobs bangladesh, bdjobs garments, bdjobs circular 2021, gov jobs near me, bank job openings, chakrir khobor potrika, chakrir khobor 2021, chakrir khobor 2021 today bangladesh, চাকরির খবর, চাকরির খবর ২০২১, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২১ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১ সরকারি, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর

Loading...