Grameenphone Job Circular 2021। গ্রামীণফোন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

0 636

Grameenphone Job Circular 2021:
গ্রামীণফোন কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সার্কুলারের মাধ্যমে স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে। নারী ও পুরুষ উভয়কেই উক্ত পদে আবেদন করতে পারবেন। উক্ত চাকরিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ প্রকাশ করে থাকি। নিম্নে বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

Grameenphone Job Circular 2021

কোম্পানীর নাম : গ্রামীণফোন
শূণ্যপদঃ হেড অব কমার্শিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং

বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
পদসংখ্যাঃ অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতাঃ এমবিএ
অভিজ্ঞতাঃ ১২ বছর
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ সময় : ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

How to Apply:

গ্রামীণফোন কোম্পানি অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র Email: recruitment@grameenphone.com ইমেইলের মাধ্যমে আবেন করতে পারবেন। আগামী  ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

অন্যান্য

- Advertisement -

  • প্রার্থীকে কৌশলী হতে হবে। সেই সাথে থাকতে হবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা।
  • অবশ্যই কর্মী পরিচালনার দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা, সততা এবং বিশ্বাসী হতে হবে।
  • তাকে সহযোগী মনোভাব এবং কর্মীদের ওপরে প্রভাব বিস্তারের ক্ষমতা থাকতে হবে।
  • স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি দলগতভাবেও কাজ করতে জানতে হবে।
  • টেলিকমিউনিকেশন ব্যবসা সম্পর্কে দক্ষতা প্রার্থীর বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

গ্রামীণফোন বিজ্ঞপ্তি 2021

আমরা আপনাকে বিজ্ঞপ্তিটি জানাতে পেরে খুব খুশি যে, সম্প্রতি গ্রামীণফোন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের https://jobbari.com/ ওয়েবসাইট থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। আপনি নিজে আগ্রহী প্রার্থী হলে যথাসম্ভব দেরি না করে সময় হাতে রেখে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন । নিম্নে আপনাকে বিস্তারিত দেখানো হলোঃ

Grameenphone Job Circular

গ্রামীণফোন

গ্রামীনফোন কোম্পানি বাংলাদেশের মোবাইল কোম্পানি অপারেটরদের মধ্যে অন্যতম সেরা। দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে গ্রামীণফোন গ্রাহকদের বিশ্বাস অর্জন করে নিরলসভাবে কাজ করতে সক্ষম হয়েছে। গ্রামীণফোন কোম্পানি ২০১৯ এর এপ্রিল থেকে ৭৪ মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। আএ এখনো তারা তাদের লক্ষে স্থির থেকে এগিয়ে চলেছে। এমন অনেকেই আছেন যারা কোম্পানি চাকরি করতে বেশ ইচ্ছুক।

Post Related Things: about grameenphone company, balance check grameenphone, balance transfer grameenphone, bangladesh grameenphone, bangladesh grameenphone mb offer, bangladesh grameenphone customer care number, bd grameenphone net offer, bd grameenphone, bioscope grameenphone, buy sms grameenphone,
career at grameenphone, call history grameenphone, check grameenphone number, flexiload grameenphone, grameenphone ecare, grameenphone jobs 2021, grameenphone job vacancy, grameenphone job salary, grameenphone job circular 2021, grameenphone job circular august 2021, grameenphone job circular, grameenphone job apply, , bd govt jobs, all jobs bd newspaper, ngo job circular, bd job news bangla, bd govt chakrir khobor, engineering job in Bangladesh, job bangladesh 2021,

Loading...