JBC Job Exam 2021। জীবন বীমা নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

0 2,350

JBC Job Exam 2021
জীবন বীমা করপোরেশনে চাকরি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৫৪০টির মধ্যে ৩৪১ পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে জীবন বীমা করপোরেশন। উচ্চমান সহকারীর ১৭৬ পদ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৫ পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। উচ্চমান সহকারীর পরীক্ষার আগামী ৩ সেপ্টেম্বরে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।  

JBC Job Exam 2021

আমরা আপনাকে বিজ্ঞপ্তিটি জানাতে পেরে খুব খুশি যে, আজ জীবন বীমা নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের https://jobbari.com/ ওয়েবসাইট থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। আপনি নিজে আগ্রহী প্রার্থী হলে যথাসম্ভব দেরি না করে সময় হাতে রেখে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন । নিম্নে আপনাকে বিস্তারিত দেখানো হলোঃ

Jiban Bima Corporation (JBC) Exam

দুই পদের পরীক্ষায় অংশ নিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ২৬ আগস্ট থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই লিংকে গিয়ে http://jbc.teletalk.com.bd/

প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা কর্পোরেশন
শূন্যপদের সংখ্যা: ৮০টি
আবেদনের শুরু তারিখ: (ক) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১-০৮-২০২১ খ্রিঃ, সকাল ১০.০০ ঘটিকা। 
আবেদনের শেষ তারিখ: (খ) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ৩১-০৮-২০২১ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত। 
আবেদনের লিংক: আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।
ওয়েবসাইট: http://www.jbc.gov.bd/
পদের নাম এবং সংখ্যা ছিল যথাক্রমেঃ
উচ্চমান সহকারী-১৭৬
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৬৫
 অফিস সহায়ক- ১৯৯

এই পদ গুলোর মধ্যে থেকে দুইটার পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে জীবন বীমা কর্পোরেশন । 
পদের নামঃ  উচ্চমান সহকারী-১৭৬
পরীক্ষার তারিখঃ ০৩-০৯-২০২১ তারিখে

পদের নামঃ 
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৬৫
পরীক্ষার তারিখঃ ০৪-০৯-২০২১ তারিখে

পদের নামঃ
 অফিস সহায়ক- ১৯৯
পরীক্ষার তারিখঃ ০৪-০৯-২০২১ তারিখে

এই ৩টা  পদের পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন ২৬ আগস্ট ২০২১ তারিখ থেকে।

- Advertisement -

উলেখ্য এই পদগুলোর শিক্ষাগত যোগ্যতার  প্রয়োজন হয়েছিল:

১। উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস।
২। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য (ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি।
৩। অফিস সহায়ক পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাশ।
উলেখ্য এই পদগুলোর যে সকল জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ ছিল না:
১। উচ্চমান সহকারী পদে গোপালগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
২। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটিয়াখালী জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
৩। অফিস সহায়ক পদে মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, নোয়াখালী, নড়াইল, বরিশাল, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

জীবন বীমা করপোরেশন

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ৭৫টি বীমা কোম্পানি ছিল, তারমধ্যে ১০টি স্থানীয়ভাবে নিবন্ধিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের সকল জীবন ও সাধারণ বীমা কোম্পানি জাতীয়করণ করে। এই জাতীয়করণের দ্বারা অধিকৃত কোম্পানিগুলি বিলুপ্ত করে ৫টি কোম্পানি গঠন করে; বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন, তিস্তা বীমা কর্পোরেশন, কর্ণফুলি বীমা কর্পোরেশন, সুরমা জীবন বীমা কর্পোরেশন এবং রূপসা জীবন বীমা কর্পোরেশন। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে সুরমা ও রূপসা জীবন বীমা কর্পোরেশনকে একত্রিত করে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করে।

Post Related Things: 

জীবন বীমা পলিসি, জীবন বীমা কেন করবেন, জীবন বীমা কর্পোরেশন পলিসি, জীবন বীমা কর্পোরেশন পরীক্ষার তারিখ, জীবন বীমা কর্পোরেশন পলিসি বোনাস, জীবন বীমা কর্পোরেশন প্রশ্ন সমাধান pdf, জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, জীবন বীমা কর্পোরেশন এর অফিস সমূহ সাপ্তাহিক চাকরির পত্রিকা, bd job today , new job circular 2021, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, all govt job, all govt job 2021, bdjobs, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর, প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সকল চাকরির সার্কুলার।।

Loading...