National Museum Job Circular 2022 | জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি

0 932

National Museum Job Circular 2022: জাতীয় জাদুঘর শূন্য পদসমূহে পুরণের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় জাদুঘর ৩৫টি পদে মোট ১০৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। উল্লেখিত বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয়কেই উক্ত পদে আবেদন করতে পারবেন। উক্ত চাকরিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা উল্লেখ করা হয়েছে । আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ প্রকাশ করে থাকি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

National Museum Job Circular 2022

জাতীয় জাদুঘর, ঢাকার শূন্য পদসমূহ
হিসাবরক্ষণ কর্মকর্তা – ১টি
উর্ধ্বতন ফটোগ্রাফার – ১টি।
প্রকাশনা অফিসার – ১টি।
সহকারী প্রশাসনিক কর্মকর্তা – ১টি।
সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার – ১টি।
রেপ্লিকা ম্যানুফেকচারার – ১টি।
প্রদর্শক প্রভাষক – ২টি।
রেজিস্ট্রেশন সহকারি – ১টি।
সহকারি লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার – ১টি।
অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি।
হিসাব সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি।
ইলেকট্রিশিয়ান – ১টি।
পাম্প মিস্ত্রি/অপারেটর – ১টি।
প্লাম্বার – ১টি।
লিপ্ট অপারেটর – ১টি।
মেইন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট – ১টি।
চিলড্রেন অডিটরিয়াম এ্যাটেনডেন্ট – ১টি।
অফিস সহায়ক – ১৪টি।
নিরাপত্তা প্রহরী – ৪৩টি।
মালি – ৪টি।
পরিচ্ছন্নতাকর্মী – ৩টি
আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকার শূন্য পদসমূহ
কীপার – ১টি।
হিসাবরক্ষক – ১টি।
অভ্যর্থনাকারী – ১টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি।
অফিস সহায়ক – ১টি।
নিরাপত্তা প্রহরী – ৫টি।
মালি – ২টি।
জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম এর শূন্য পদসমূহ
লাইব্রেরি এ্যাটেনডেন্ট – ১টি।
অফিস সহায়ক – ১টি।
নিরাপত্তা প্রহরী – ২টি।
পরিচ্ছন্নতা কর্মী – ২টি।
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ এর শূন্য পদসমূহ
নিরাপত্তা প্রহরী – ১টি।
পরিচ্ছন্নতা কর্মী – ১টি।
ওসমানী জাদুঘর, সিলেটের শূন পদসমূহ
অফিস সহায়ক/প্রহরী – ৩টি।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১৪ জুন ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ : ১৩ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

How to Apply:

জাতীয় জাদুঘর বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bnm.teletalk.com.bd/home.php ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ১৩ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি2022

আমরা আপনাকে বিজ্ঞপ্তিটি জানাতে পেরে খুব খুশি যে, জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের https://jobbari.com/ ওয়েবসাইট থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল নির্দেশনাবলী/নিয়মাবলী দেখে সঠিকভাবে আবেদন করতে পারেন। আপনি নিজে আগ্রহী প্রার্থী হলে যথাসম্ভব দেরি না করে সময় হাতে রেখে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। সময় কারও জন্য অপেক্ষা করে না। চাকরির বিবরণটি সাবধানে পড়ুন । নিম্নে আপনাকে বিস্তারিত দেখানো হলোঃ

- Advertisement -

এটি ২০, মার্চ, ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং ৭ আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত।

Related Tag : ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ভূমি মন্ত্রণালয় নিয়োগ, ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ ২০২২, ভূমি মন্ত্রণালয় সরকারি ভাবে নিয়োগ, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ভূমি অফিসে চাকরির নিয়োগ, ভূমি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, ভূমি মন্ত্রণালয় নিয়োগ ২০২২, ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021, ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ভূমি মন্ত্রণালয় নিয়োগ 2021, jobbari, goroli.com

Loading...