BGB Job Circular 2021। বিজিবি তে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

0 536

BGB Job Circular 2021:
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৮ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে স্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে। উক্ত চাকরিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে jobbari.com ওয়েবসােইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিবরণ প্রকাশ করে থাকি। নিম্নে বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

Border Guard Bangladesh 98th batch soldier Recruitment Circular 2021

আবেদনের সময়সীমা
আবেদন শুরুর সময়:১৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২১ সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

How to Apply:

বর্ডার গার্ড বাংলাদেশ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আগ্রহী প্রার্থীরা অনলাইনে অনলাইনে  http://cgdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ২৪ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

How to Apply:

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আগ্রহী প্রার্থীরা অনলাইনে অনলাইনে  http://cgdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

- Advertisement -

উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।

০৮ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ১৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে ২৪ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC Roll<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এসএমএসে পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।

এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

bgb job circular
bgb job circular

বর্ডার গার্ড বাংলাদেশ

১৭৯৫ সালের ২৯ জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল। তখন বাহিনীর নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। সৈন্যসংখ্যা ছিল ৪৪৮। … ১৮৬১ সালে পূর্বাঞ্চলের নিয়মিত-অনিয়মিত পুলিশ বাহিনীর এক হাজার ৪৫৪ জনের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করে নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস।

Post Related Things: BGB Job Circular 98 Batch, বিজিবি ৯৮তম সিপাহী (জিডি) পদে নিয়োগ, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২১ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, নিয়োগ বিজ্ঞপ্তি 2020, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১ সরকারি, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর, bangladeshinewspaper.xyz

Loading...